অনলাইন ডেস্ক : এই প্রথম যুদ্ধের সময় রাফায়েল যুদ্ধবিমান পরিচালনা করবেন এক নারী। তিনি ভারতের বিমান বাহিনীর নারী যোদ্ধা।
গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক সংসদকে বলেছিলেন, কৌশলগত প্রয়োজনে নারী যোদ্ধা পাইলটদের আইএএফ-এ অন্তর্ভুক্ত করা হয়।
১০ সেপ্টেম্বর ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে যোগ করা হয়। এ পর্যন্ত ১০টি রাফায়েল বিমান ভারতে এসেছে।
রাফায়েল জেটের প্রথম চালান ২৯ জুলাই ভারতে পৌঁছে। ফ্রান্সের সঙ্গে ৫৯,০০০ কোটি টাকা ব্যয়ে ৩৬টি রাফায়েল জেটের জন্য চুক্তি করে ভারত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস