স্পোর্টস ডেস্ক : এক যুগের বেশি সময় পর বাংলাদেশ হারল ভারতের কাছে। কাতারের দোহায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ছেত্রীর দুই গোলে হেরেছে জেমি ডের শিষ্যরা। এমন হারের পর বাংলাদেশের কোচ জেমি ডে বলেন, ‘আমরা হেরেছি আসলে তাদের খেলোয়াড়দের কাছে। ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’
বিশেষ করে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীই ম্যাচের পার্থক্য করে দিয়েছেন। বাংলাদেশ এই ভারতের বিপক্ষে তাদের মাটিতে ১-১ গোলে ড্র করেছিল। সেই ভারতের বিরুদ্ধে নিরপেক্ষ ভেন্যুতে ২-০ গোলে হার অনকেটা বেমানান।
আগের লেগের সঙ্গে তুলনা প্রসঙ্গে জেমি বলেন, ‘ওই ম্যাচের পাঁচজন ফুটবলার এই ম্যাচে নেই। এতে মানের অনেক তারতম্য হয়েছে।’ সাদ, রায়হান, ইয়াসিন খান, রানা, সোহেল রানা এই ম্যাচে ছিলেন না। কিন্তু তাদের অনুপস্থিতি সত্ত্বেও জেমি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশা দেখিয়ে যাচ্ছিলেন।
আগের ম্যাচে জেমি পাঁচ ফুটবলার পরিবর্তন করে ইতিবাচক ফল পেয়েছিলেন। এবার দ্বিতীয়ার্ধে সুমন রেজা ও রয়েলকে নামিয়ে অনেক ফুটবলপ্রেমীদের সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে ঘরোয়া পর্যায়ে ভালো করা ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে গত দুই ম্যাচে এক মিনিটের জন্যও ব্যবহার করেননি জেমি। আজকের পরিবর্তন নিয়ে সমালোচনা হলেও নিজের সাব ঠিকই আছে বলে মনে করেন এই ব্রিটিশ কোচ।