বিনোদন ডেস্ক : সময় গুনছিল ভারত, কখন চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। প্রতীক্ষার শুভ অবসান। ভারতীয় মহাকাশবিজ্ঞানের পরিসরে ঘটে গেল এক মহাবিপ্লব। নির্ধারিত বুধবারে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩। উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা দেশ।
ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিনেমা জগতের তারকা, সাধারণ মানুষ, নানা প্রান্তে দেখা গেল উদযাপনের ছবি।
চন্দ্রযানটির ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা ছিল। বিষয়টি এত গুরুত্বপূর্ণ কারণ, চাঁদের দক্ষিণ মেরুর তথ্য মানবজাতির কাছে এখনও অজানা। তাই চন্দ্রযান-৩ অভিযান সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছতে পারা প্রথম দেশ হিসেবে ইতিহাস লিখবে ভারত! সেটাই হল। এখন পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত এই তালিকার চতুর্থ দেশ হল।
উদযাপনে সামিল বলিউডের তারকারাও। নিজের জনপ্রিয় গানের লাইন লিখে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। অভিনেতা লেখেন, ‘চাঁদ তারে তোর লাউঁ, সারি দুনিয়া পর ম্যায় ছায়ুঁ… আজ ভারত ও ইসরো সারা দুনিয়ায় ছেয়ে গেছে। বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা। শুভেচ্ছা সেই টিমকে যারা ভারতকে গর্বিত করেছে। চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁল।’ হৃতিক রোশন লিখেছেন, ‘যেভাবে আমাদের দেশবাসী তাদের সেরাটা দিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে তার সাক্ষী থাকতে পেরে গর্বে আমার হৃদয় বিগলিত। ইসরোর গোটা টিমকে আমার শ্রদ্ধা। লুনার এক্সপ্লোরেশন মিশনের সমস্ত জিনিয়াসদের শুভেচ্ছা।’
শুধু বলিউডই নয়, উচ্ছ্বসিত টলিউডের তারকারাও। ইসরোর টুইট শেয়ার করে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘গর্বের মুহূর্ত। জয় হিন্দ।’ জিৎ লেখেন, ‘এটা ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। মহাকাশে যেভাবে আমরা ছড়িয়ে পড়ছি এটা তারই প্রামাণ্য দলিল। ইসরো অসাধারণ। চন্দ্রযান ৩-এর গোটা টিমকে শুভেচ্ছা। এই মিশনকে সাফল্যমন্ডিত করতে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য শুভেচ্ছা।’ সায়ন্তিকা লিখেছেন, ‘এবার আমরা লিখতেই পারি লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। ধন্যবাদ ইসরো।’ সায়নী ঘোষ লিখেছেন, ‘গর্ব, সম্মান, জয় এবং গৌরবান্বিত ভারত। ইসরোকে অনেক ভালোবাসা।’ মিমি চক্রবর্তী লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। অসাধারণ অ্যাচিভমেন্ট।’ দেব লিখেছেন, ‘বন্দেমাতরম। জয় হিন্দ।’