স্পোর্টস ডেস্ক : নিজেদের ঘরের মাঠেই হেরে গেল ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হেরে গেল মিথিলা রাজের নেতৃত্বাধীন দলটি।
রোববার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে দুই ওপেনারের উইকেট হারানো ভারত, ৪০ রানে হারায় তৃতীয় উইকেট।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক মিথিলা রাজ ও হরমনপ্রীত কৌর। চতুর্থ উইকেটে তাড়া গড়েন ৬২ রানের জুটি। ৪১ বলে ছয়টি চারের সাহায্যে ৪০ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত।
এরপর ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা দীপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে ফের ৫২ রানের জুটি গড়েন মিথিলা রাজ। ৪ উইকেটে ১৫৪ রান করা ভারত এরপর খেই হারিয়ে ফেলে। শেষদিকে মাত্র ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ১৭৭/৯ রানে ইনিংস গুটায় ভারত।
ওয়ানডে ক্যারিয়ারের ২১০তম ম্যাচে ৫৪তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন মিথিলা রাজ। ৪৬ বল খেলে মাত্র ২৭ রান করেন দীপ্তি শর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে শাবনিম ইসমাইল ১০ ওভারে মাত্র ২৮ রানে শিকার করেন ৩ উইকেট।
১৭৮ রানের টার্গেঠ তাড়ায় উড়ন্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনীতে ১৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান দুই ওপেনার লিজেল লি ও লরা উলভার্ট। ১১০ বল খেলে ১২টি চারের সাহায্যে ৮০ রান করে ফেরেন লরা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র এক রানে ফেরেন অধিনায়ক সুন লুইস।
এরপর লারা গুডালকে সঙ্গে নিয়ে ৫৯ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিজেল লি। তার আগে ১২২ বলে ১১টি চার ও এক ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ১৭৭/৯ (মিথিলা রাজ ৫০, হরমনপ্রীত ৪০, দীপ্তি শর্মা ২৭; শবনিম ইসমাইল ৩/২৮)।
দক্ষিণ আফ্রিকা: ৪০.১ ওভারে ১৭৮/২ (লিজেল লি ৮৩*, লরা উলভার্ট ৮০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।