অনলাইন ডেস্ক : অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে ব্রিটেন। নতুন নীতির আওতায় বন্ধ করা হবে অবাধ অভিবাসন। তবে মেধাভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।
নতুন এই নীতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছেন এসব কথা। খবর বিবিসির।
প্রীতি প্যাটেল বলেন, বিদেশি অপরাধীদের ব্রিটেনে প্রবেশ বন্ধ করা হবে। যে সব বিদেশি এক বছর বা তার বেশি সময় কারাদণ্ড ভোগ করেছেন, তাদের ব্রিটেনে প্রবেশের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এরপর থেকে যারা ব্রিটেনে বাস করতে এবং কাজ করতে চান তাদের ভিসার জন্য আবেদন করতে ৭০ পয়েন্ট অর্জন করা লাগবে।
এই পয়েন্টগুলোর মধ্যে থাকবে ইংরেজি ভাষার দক্ষতা, প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির প্রস্তাব এবং নূন্যতম বেতন। স্বাস্থ্যখাতে কর্মীদের জন্য আলাদা ভিসা রাখা হবে এবং যে সব শিক্ষার্থী ব্রিটেনে ৪ বছরের শিক্ষা জীবন সমাপ্ত করেছেন, তারা আরও দু’বছর ব্রিটেনে থাকার অনুমতি পাবেন।