অনলাইন ডেস্ক : ফের ব্রাজিলে ছোট ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অ্যাক্রের প্রাদেশিক সরকারের গতকাল রবিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। নিহত ১২ জনের মধ্যে নয়জনই প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু।

এ ছাড়া ঘটনাস্থলেই পাইলট ও কো পাইলট নিহত হয়েছে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিমান এ দুর্ঘটনায় তদন্ত করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি এনভিরা শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, বিমানে আগুন ধরে যায় এবং এতে করে এক জঙ্গলে আগুন ধরে যায়। দেশটিতে গত দুই মাসের কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বিমান দুর্ঘটনার ঘটল।