অনলাইন ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিনির্বাপণকর্মীরা এসব তথ্য জানানোর পাশাপাশি বলেছেন, মৃতের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।

এর আগে রাজ্যের সামরিক দমকল বিভাগ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২২ জন বলে জানিয়েছিল।

পরে তা বেড়ে ‘৩২ থেকে ৩৫’ জনে পৌঁছেছে বলে জানানো হয়। কর্মকর্তারা আরো জানান, মৃতদেহগুলোর অবস্থা বিবেচনায় একটি নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়।

দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে সাও পাওলো থেকে আসা বাসটির টায়ার ভোর ৪টার দিকে ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এরপর বাসটিতে আগুন ধরে যায় এবং যাত্রীরা মারা যায়। এ ছাড়া ১৩ জন বেঁচে গিয়ে চিকিৎসা নিয়েছে। একই সঙ্গে আরেকটি গাড়ি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। তবে সে গাড়ির যাত্রীরা বেঁচে গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কয়েক ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ভেতরে আটকে থাকা মৃতদেহগুলো উদ্ধার করেন।

মিনাস জেরাইস দমকল বিভাগের লেফটেন্যান্ট আলোনসো ভিয়েরা জুনিয়র শনিবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরাতে একটি ক্রেনের প্রয়োজন হবে এবং ভেতরে আরো মৃতদেহ উদ্ধার বাকি থাকতে পারে।

সূত্র : এএফপি