Home জাতীয় ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রসঙ্গে দেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া বক্তব্যকে ঘিরে বাড়ছে উত্তেজনা।

মঙ্গলবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এর আগে বিকাল থেকে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে গণজমায়েত করের রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করাসহ ৫ দফা দাবি জানানো হয়।

 

Exit mobile version