অনলাইন ডেস্ক : ব্যাঙ্ককের একটি প্রধান শপিং মলে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে দেখা যায়, থাই রাজধানীর অন্যতম শীর্ষ শপিং গন্তব্য সিয়াম প্যারাগন মল থেকে মানুষ দৌড়ে বেড় হচ্ছে। মলটি পর্যটক ও স্থানীয়দের কাছে সমানভাবে জনপ্রিয়।
প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন সাংবাদিকদের জানান, হামলাকারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ইরাওয়ান ইমার্জেন্সি সেন্টারের পরিচালক ইউথানা স্রেটানান সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেছেন, এ ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে শপিং সেন্টারের একটি প্রধান প্রবেশদ্বারের বাইরে কয়েক ডজন পুলিশের গাড়ি ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা যায়। মানুষকে এখনো মল থেকে নিরাপদে সরানো হচ্ছে।
মলের বাইরে বন্ধ রাস্তা ধরে মানুষকে হেঁটে যেতে দেখা গেছে।
সাম্প্রতিক থাই ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী দিনের এক বছরের বার্ষিকীর মাত্র কয়েক দিন আগে এই গুলির ঘটনা ঘটল। ওই দিন একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছুরি ও বন্দুক নিয়ে একটি কিন্ডারগার্টেনে আক্রমণ করে ২৪ শিশু ও ১২ প্রাপ্তবয়স্ককে হত্যা করে। এ ছাড়া ২০২০ সালে একজন সাবেক সেনা কর্মকর্তা কোরাতের একটি শপিং মলে তাণ্ডব চালিয়ে ২৯ জনকে হত্যা এবং আরো অনেককে আহত করেছিলেন।
সূত্র : এএফপি