Home আন্তর্জাতিক ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে ট্রাম্পের: বাইডেন

ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে ট্রাম্পের: বাইডেন

অনলাইন ডেস্ক : গত চার বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার এখন ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে। শনিবার ডোমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে শহরে কার র‍্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন।

বাইডেন বলেন, আগামী ৩ দিনের মধ্যে আমরা এমন একজন প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারি যিনি জাতিকে বিভক্ত করেছেন। লাখ লাখ মার্কিন নাগরিক ইতিমধ্যে ভোট দিয়েছেন। আগামী কয়েকদিন আরো লাখ লাখ মার্কিন নাগরিক ভোট দেবেন। আপনাদের কাছে আমার সহজ বার্তা তা হলো দেশের পরিস্থিতি পরিবর্তন আপনারাই করতে পারেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের তারিখ থাকলেও দেশটিতে ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এরই মধ্যে প্রায় নয় কোটি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড বলে জানায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডা।

Exit mobile version