অনলাইন ডেস্ক : উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হিসাবে কানাডার কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার তার বেঞ্চমার্ক সুদের হার আধা শতাংশ বাড়িয়ে ১% করেছে। এটি ২০০০ সালের পর ব্যাংক অব কানাডার এককালীন সর্বোচ্চ সুদহার বৃদ্ধির রেকর্ড। সা¤প্রতিক মাসগুলোতে কানাডায় মুদ্রাস্ফীতি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দফায় দফায় সুদহার সমন্বয় করেও এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বুধবার নতুন সুদহার ঘোষণার সময় ব্যাংক অব কানাডার গভর্ণর টিফ মেকলেম বলেন, ‘মূল্যস্ফীতি এই মুহূর্তে খুবই বেশি। এটি নিয়ন্ত্রণে আমাদের উচ্চ সুদের হার দরকার।’

কানাডায় গত ২ মাসের মধ্যে এটি ২য় দফা সুদহার বৃদ্ধির ঘটনা। ২০১৭ সালের পর এই প্রথম পরপর দুই মাস বেঞ্চমার্ক সুদহার বৃদ্ধি করা হল। আর ২০০০ সালের পর এটি সবচেয়ে বেশি একক বৃদ্ধি।

অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের একটি পদক্ষেপের পত্যাশা আগে থেকেই করছিলেন। তারা আশঙ্কা করছেন, মুদ্রাস্ফীতি ৬ শতাংশ ছাড়িয়ে গেলে সুদহার বাড়িয়ে ২% বা তারও বেশি করার প্রয়োজন হতে পারে। এদিকে আর্থিক খাত থেকে প্রণোদনা অপসারণ করতে কেন্দ্রীয় ব্যাংক শুধু সুদহার বৃদ্ধিই নয়, বন্ড বিক্রিও বন্ধ করেছে। মহামারির পূর্বে বাজারে অর্থ প্রবাহ বজায় রাখা ও ঋণের খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বন্ড কেনার একটি প্রোগ্রাম শুরু করেছিল। বুধবার ব্যাংক এই কর্মসূচীর বিপরীত দিকে চলার ঘোষণা দিয়েছে। ব্যাংক বলছে তাদের ব্যালেন্স শিটে সরকারের মেয়াদপূর্ণ হওয়া বন্ডগুলো আর প্রতিস্থাপন করা হবে না।

এর ফলে ব্যাংকের ব্যালেন্স শিটের আকার সময়ের সাথে সাথে হ্রাস পাবে। এই সিদ্ধান্তের আগে এসব বন্ডের লাভের হার বেশ উচ্চ ছিল। চলতি সপ্তাহে ৫ বছর মেয়াদী বন্ডের লাভের হার ২.৭ শতাংশ ছাড়িয়েছিল, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। অথচ মাত্র ১ মাস আগে এটি ছিল ১.৫ শতাংশের কম। মহামারি শুরুর এক পর্যায়ে এটি ০.৫ শতাংশের নিচে নেমে এসেছিল। অন্যদিকে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে কানাডার ৫টি বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান আর বিসি, টিডি, স্কশিয়া ব্যাংক, সি আই বিসি ও বি এমও তাদের প্রাইম রেট ৫০ পয়েন্ট বাড়িয়েছে।

কানাডার মুদ্রাস্ফীতির হার গত মাসে ৫.৭ শতাংশে পৌঁছেছে। খাদ্য থেকে শুরু করে আবাসন খরচ, জ্বালানী খরচ কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রæত গতিতে বাড়ছে। তাই মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপকে অনেকে অনিচ্ছা সত্বেও স্বাগত জানিয়েছে। ক্রেডিট কানাডা ডেট সলিউশনের সিইও ব্রæস সেলারির মতে, ভোক্তাদের জন্য সুদহার বৃদ্ধির ফলাফল ভাল বা মন্দ দু’রকমেরই হতে পারে। তবে ব্যাংকগুলোকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে কোন পণ্য ক্রয়ের জন্য ভোক্তাকে ‘হাস্যকর’ মূল্য পরিশোধ না করতে হয়। সূত্র : সিবিসি