কিশলয় বড়ুয়া রিতুন
আকাশে বাজে আজ খরা
চৈত্রের বিদায়ধ্বনি
রৌদ্র তপ্ত বাতাসে বইছে
বৈশাখের আগমনী
নতুন প্রভাতে রবি উঠিল
পূর্ব গগনে
গাছে গাছে ফুটেছে ফুল
শাল পিয়ালের বনে
পাখির কলকাকলিতে মুখরিত চারিপাশ
নববর্ষের নব আনন্দে জাগে নব উল্লাস
আপনবেগে বইছে নদী
শোনায় কলতান
নৌকার পাল হাওয়ায় দুলে
মাঝির কণ্ঠে গান
তরুছায়ায় বাজে রাখালের বাঁশি
ফসলের মাঠে কৃষানের হাসি
পথ প্রান্তর সুরভিত
পাকা ফলের মৌ মৌ গন্ধে
চারিদিক উৎচ্ছাসিত
ঢাকের তালের মধুর ছন্দে
কলার পাতায় ইলিশ পান্তার ঘ্রাণে
আনন্দ ঢেউ বহে সবার প্রাণে
এসো হে রুদ্র বৈশাখ
মুছে দাও গ্লানি ঘুচে দাও জ্বরা
সবার জীবনে বর্ষিত হউক
অনাবিল সুখ ও শান্তির ধারা
অন্টারিও, কানাডা