অনলাইন ডেস্ক : করোনাকালে বেড়েছে অনলাইন গেমারদের সংখ্যা। বর্তমানে মোবাইলে গেমিং সব থেকে সহজলভ্য ও জনপ্রিয়। অনলাইনে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, লুডু স্টার এখন অধিক সংখ্যক মানুষ খেলছেন। এছাড়াও জনপ্রিয়তা পেয়েছে জিটিএ-৫, রেড ডেড রিডেএমসন ২, ফর্টনাইট, এপেক্স লিজেন্ডস, রেইনবো সিক্স: সিরিজ ইত্যাদি।

এসব গেম যে শুধু সময় কাটানোর জন্য তা নয়। এগুলো খেলে অনেকে সুনাম এবং অর্থবান হয়েছেন। ২০১৯ সালে জাদেন আসমান এক ১৫ বছরের বৃটিশ তরুণ ফর্টনাইট গেমের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে আয় করেছিল ২.২৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৯ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা।

স্মার্ট ফোন হাতে হাতে হওয়ায় বেড়েছে এসব গেমের চাহিদা। সেইসঙ্গে অফ অনলাইনেও গেম খেলে সময় কাটাচ্ছেন অনেকে।

যেমন লুডু স্টার, চেজ, কার্ড ইত্যাদি এখন ব্যাপক জনপ্রিয়।