Home জাতীয় বেনজীরের দেশ ছাড়ার বিষয়ে জানে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের দেশ ছাড়ার বিষয়ে জানে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের কর্মকাণ্ডের দায় তার নিজেকেই নিতে হবে।
শনিবার (১ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বেনজিরের কাজের দায় পুলিশবাহিনী নেবে না। তবে তিনি দোষী কি না, সেটি তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বেনজীর দেশ ছেড়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই।

সংসদ সদস্য আনার হত্যা মামলা তদন্ত করবে ভারত। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি এ বিষয়ে বাংলাদেশের সহোযোগিতা চাইলে, করা হবে। এ হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারত সরকারই ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version