বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিয়তমা’র নাম প্রথম জানা যায় বছর পাঁচেক আগে। তখন শোনা যায়, এতে নায়িকা হিসেবে থাকবেন শবনম বুবলী। তবে কদিন আগেই জানা গেল, ‘প্রিয়তমা’য় বুবলী নয়, থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। ইতোমধ্যে এই সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছেন সেই অভিনেত্রী।

এদিকে গেল ঈদে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর দর্শকপ্রিয় সিনেমায় শাকিবের নায়িকা থাকা সত্ত্বেও ‘প্রিয়তমা’য় বুবলীর না থাকায় — দুজনের সম্পর্কে ফাটলের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠছে। তাহলে শাকিবের বিপরীতে বুবলীকে কি আর দেখা যাবে না? এসব নিয়েই দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়ক।

সিনেমাটিতে বুবলীর না থাকার বিষয়ে জানতে চাইলে শাকিব খান বলেন, ‘‘শুরুতে যখন ‘প্রিয়তমা’ নিয়ে আলাপ হয়েছিল, তখন গল্পের প্রয়োজনে একদম নতুন কাউকে দরকার ছিল, যে টুকটাক অভিনয় করেছে, কিন্তু ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নেই। বুবলী তো গত কয়েক বছরে ডজনখানেকেরও বেশি ছবিতে অভিনয় করেছে। তাছাড়া ছবির গল্পের সঙ্গে বুবলীর বয়সও এখন কাভার করছে না। সব বিবেচনায় তাকে নেয়া হয়নি।’’

ঘটনা কি শুধু তাই, নাকি আপনিই চাইছেন না? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা ঠিক, বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি। আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

সেই সঙ্গে অফস্ক্রিনের দেখা যাবে না সেই ব্যাখ্যা দিয়ে শাকিব বলেন, ‘অফস্ক্রিন মানে পর্দার বাইরের জীবন। মানে, বাস্তবে জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

কিন্তু সন্তান শেহজাদ খান বীরসহ আপনাদের দুজনের ছবি মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দেখা যায়; এমন বিষয়ের ব্যাখ্যা দিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘আমার তো সন্তান আছে। শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মা–ও সঙ্গে আসে। তখন আমাদের হয়তো এক ছবিতে দেখা যায়। সন্তানের জন্য আমাদের দেখাসাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক।’

শাকিব আরও বলেন, ‘আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে। স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েক দিন থাকেও। ওকে নিয়ে ঘুরতে যাই। শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে, তখন সে–ও ন্যানির সঙ্গে বা ন্যানিকে ছাড়াই একা একা আসবে। বাবার সঙ্গে থাকবে। ঘুরবেও, বেড়াবে। দুই সন্তান বাবার সঙ্গে ঘুরবে, বেড়াবে—এসব তো স্বাভাবিক নাকি?’