স্পোর্টস ডেস্ক : করোনার ভেতরেই বিয়ে সেরে ফেললেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর ছেলে নাজমুল জানিয়েছেন, শনিবার ছোটখাটো পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
শান্তর স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। সাবরিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধাপারা গ্রামে।
বিয়ে নিয়ে শান্ত বলেন, ‘আমাদের ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। শুধু দুই পরিবারের লোক ছিল। সে এখন আমার বাসাতেই আছে। তার পড়াশুনা চালিয়ে যাবো।
করোনার কারণে আপাতত আমরা রাজশাহীতেই আছি। পরিস্থিতি ভালো হলে বড় করে আয়োজন করব ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’
২০১৭তে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেক নাজমুল হোসেন শান্তর। পরের বছর দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে। আর গত বছর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক। ২১ বছর বয়সী শান্ত জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ২৭২ রান।
এর আগে গত সপ্তাহে বিয়ে করেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।