Home আন্তর্জাতিক বিয়ের পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিয়ের পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : বিয়ের জন্য পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান।
বুধবার দেশটির নিউ প্লেমাউথ শহরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিয়ের পরিকল্পনার কথা জানালেও ঠিক কবে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তা নিয়ে কিছু জানাননি জেসিন্ডা।

তিনি বলেন, আমাদের কিছু পরিকল্পনা আছে, কিছুটা সময় লাগবে। আমাদের পরিকল্পনাগুলো সবার সঙ্গে শেয়ার করার আগে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে।

৪৪ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বসবাস করছেন ৪০ বছর বয়সী অডার্ন। তাদের ঘরে দুই বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। তার নাম নেভ।

এর আগে ২০১৯ সালেও দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। তার আগেও তার দুইবার বিয়ের ভুয়া গুঞ্জন উঠেছিল। ২০১৮ সালের জুনে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে গত মাসে অডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি বড় ধরনের জয় পায়। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে তার ক্ষমতায় থাকা নিশ্চিত হয়ে যায়।

Exit mobile version