Home আন্তর্জাতিক বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চালু করল চীন

বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চালু করল চীন

অনলাইন ডেস্ক : বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চালু করেছে চীন। স্বাস্থ্যসনদ পরিদর্শনের কর্মসূচি হিসেবে নিজেদের নাগরিকদের আন্তর্জাতিকভাবে ভ্রমণের জন্য এটি চালু করে দেশটি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, চীনা নাগরিকরা সোমবার থেকে এ কর্মসূচিতে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে সংযুক্ত হতে পারবে। এই ডিজিটাল সনদের মাধ্যমে ব্যবহারকারীর টিকার অবস্থা এবং ভাইরাস পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই সনদ বিশ্ব অর্থনৈতি পুনরুদ্ধার করতে এবং সীমান্ত পারাপার সুবিধায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যদিও ভ্রমণের সময় এত দিন আন্তর্জাতিক স্বাস্থ্যসনদই দেখিয়ে আসছিলেন চীনা নাগরিকেরা। তবে সেটি বাধ্যতামূলক ছিল না।

চীনা নাগরিকদের ভ্রমণের জন্য দেশটি এখন পর্যন্ত কোন কোন দেশের সঙ্গে কাজ করছে সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, বাহরাইন ইতোমধ্যে ভ্যাকসিন পাসপোর্টের সঙ্গে পরিচিত। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কিছু দেশ এমন কর্মসূচি বাস্তবায়নের জন্য বিবেচনা করছে। টিকা গ্রহণকারীদের জন্য একই ধরনের ‘গ্রিন পাস’ নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যা দিয়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকেরা সদস্য দেশগুলোর এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারবেন।

গতকাল দেশটির সরকারি গণমাধ্যম সিনহুয়া জানায়, এই ডিজিটাল সনদে একটি কিউআর কোডও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো দেশ চাইলে কোনো ভ্রমণকারীর স্বাস্থ্য নিয়ে তথ্য জানতে পারবে। অভ্যন্তরীণ যাতায়াত এবং জনসমাগমস্থলে প্রবেশের জন্য ইতিমধ্যে উইচ্যাটের মাধ্যমে কিউআর কোডের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

Exit mobile version