অনলাইন ডেস্ক : একে তো রাজনীতিবিদ, তার ওপর শীর্ষ ধনী। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্টও তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার হবে বলে মনে করা হয়। অবশ্য নিজের মোট সম্পত্তির পরিমাণ কত– তা কখনোই প্রকাশ করেন না পুতিন। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের
আনুষ্ঠানিকভাবে পুতিন স্বীকার করেছেন, তাঁর রয়েছে মাত্র ৮০০ বর্গফুটের ছোট্ট একটি বাড়ি, একটি ট্রেলার আর তিনটি গাড়ি। এ ছাড়া বছরে তাঁর বেতন ১ লাখ ৪০ হাজার ডলার বলে দাবি করেন। কিন্তু তাঁর বিলাসবহুল জীবনধারা ভিন্ন কথা বলে।
তাঁর বিশাল সম্পত্তির মধ্যে যেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়, সেগুলোর মধ্যে রয়েছে একটি ১ লাখ ৯০ হাজার বর্গফুটের প্রাসাদ, যা কৃষ্ণসাগরের তীরে অবস্থিত। বিভিন্ন স্থানে আরও ১৯টি বাড়ি, ৭০০টি গাড়ি, ৫৮টি বিমান ও হেলিকপ্টার। এর মধ্যে একটি ৭১৬ মিলিয়ন ডলারের প্লেন রয়েছে, যার নাম দ্য ফ্লাইং ক্রেমলিন। পুতিনের রয়েছে বিলাসবহুল অনেক ঘড়ির কালেকশনও।