Home আন্তর্জাতিক বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস

বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংকের আকস্মিক পতন ঘটেছে। বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানটির নেতিবাচক প্রভাব কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবু বিনিয়োগকারীদের উদ্বেগ কমছে না। এতে বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস নেমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক কমেছে ৬৮ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ। এসপিএক্স সূচক নিম্নমুখী হয়েছে ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ।

আইএক্সআইসি সূচক হ্রাস পেয়েছে ৯ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ। এমএসসিআই বৈশ্বিক ইকুয়িটি সূচকের পতন ঘটেছে শূন্য দশমিক ৬ শতাংশ। বিশ্বের ৪৯ দেশে কার্যক্রম চালায় তারা।

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের পুঁজিবাজারেও মন্দার সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলের ব্যাংক সূচক কমেছে ৬ শতাংশেরও বেশি। এইচএসবিসি লন্ডনের শেয়ার পতন হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।

এশিয়ার শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। সেনসেক্স সূচক পড়েছে ৯০০ পয়েন্টের বেশি। একই দশা নিফটির। যার সূচক কমেছে ২৫৮ পয়েন্ট।

হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সিলিকন ভ্যালি ব্যাংক। যার নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। এতে বিনিয়োগকারীরা আশা করছেন, নমনীয় মুদ্রানীতি গ্রহণ করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রা ডলারের অবনমন ঘটছে।

সোমবার (১৩ মার্চ) বেশ কয়েকটি ব্যবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার। তারা জানিয়েছে, এদিন থেকে নিজেদের আমানতে প্রবেশাধিকার পাবেন গ্রাহকরা।

চেরি লেন বিনিয়োগের অংশীদার রিক মেকলার বলেন, যখন এ ধরনের পদক্ষেপ নেয়া হয়, তখন বুঝতে হবে সংকট আসন্ন। তবে সেটা কতটা নেতিবাচক হয় তা দেখতে হবে।

Exit mobile version