স্পোর্টস ডেস্ক : ৭-১ গোলের সেই লজ্জার হার নিশ্চয়ই এখনও ভুলতে পারেননি ব্রাজিলের সমর্থকরা। নিজেদের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের এমন লজ্জায় ডুবিয়েছিল জার্মানি। চলতি বছরের শেষদিকে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর।

এই টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চান ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এভারটনের এই ফুটবলার বলেছেন, ২০১৪ বিশ্বকাপের ওই হার এখনও পোড়ায় তাকে।

তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চাই। আমরা এটাও জানি আর্জেন্টিনার ফুটবল কেমন, তারা প্রতারণা করে। যখন তারা ম্যাচে এগিয়ে থাকে, তখন তারা কেমন কাজ করে, আমরা জানি। বিশ্বকাপ ফাইনালে আমার পছন্দ জার্মানি। কে জানে, আমরা তাদের হারিয়ে দেবো।’

গত বছর অলিম্পিকে ছেলেদের ফুটবলের সোনা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। এই টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিসন। ম্যাচটি খেলতে মরিয়া ছিলেন, তিনি জানিয়েছেন এমন। বলেছেন, সমর্থক হিসেবে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল কষ্ট দিয়েছে তাকে।

তিনি বলেছেন, ‘জার্ডিন (ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ) আমাকে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল। আমি তাকে বললাম, তুমি আমাকে কেন বাদ দিচ্ছো? আমি ওই ৭-১ গোলের শোধ নিতে চাই। আমি কোপা আমেরিকার বিপক্ষে তাদের বিপক্ষে খেলার ব্যাপারে ভাবছিলাম।’

‘আমরা পছন্দ করি অথবা না করি। তারা আমাদের কষ্ট দিয়েছে। একজন সমর্থক হিসেবে, আমিও তখন বিস্ফোরিত ছিলাম। তো এটা আমাদের সুযোগ ছিল শোধ তোলার।’