স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে গতকাল রোববার হয়ে যেত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। সেটা মনে করিয়ে দিতেই টুইট করে ইএসপিএন ক্রিকইনফো। সেখানে রিটুইট করেন নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান মেকেরেন। রিটুইটে তিনি লেখেন, ‘আমার ক্রিকেট খেলার কথা ছিল। কিন্তু সামনের শীতকাল ভালোভাবে কাটানোর জন্য আমি খাবার ডেলিভারি করছি। সবকিছু কিভাবে বদলে যায়।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা ভ্যান মেকেরেনের। ৯ ম্যাচে নেন আসরের চতুর্থ সর্বোচ্চ ১৫ উইকেট। গত নভেম্বরে শেষ হওয়া বাছাইপর্বের পর আর মাঠে নামেনি নেদারল্যান্ডস।
ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ছিল নেদারল্যান্ডসের। করোনা মহামারির কারণে গ্রীষ্মের ক্রিকেট সূচি বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড।
২০১৩ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক। এরপর জাতীয় দলে হয়ে মেকেরেন খেলেছেন পাঁচ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টি। ২৭ বছর বয়সী এই পেসার ওয়ানডেতে ৫টি ও টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৭ উইকেট। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত খেলেছেন ইংলিশ কাউন্টির দল সমারসেটে।