স্পোর্টস ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপ ট্রফি জয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যারাডোনার উত্তরসূরিরা বিশ্বকাপ ঘরে নিতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।

আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো রুইয়ির বলেন, আর্জেন্টিনার জার্সিতে যারা খেলতে আসে, বিশ্বকাপ আমাদের সবার সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপা। আর এবার মানুষের মনে আশা কাজ করছে, কারণ মানুষ জানে আর্জেন্টিনা দলে যারাই সুযোগ পাবে, সুন্দর ট্রফিটাকে দেশে নিয়ে আসতে প্রয়োজনে জীবনও দিয়ে দেবে!

২৯ বছর বয়সী এই গোলকিপার নিজেদের দল নিয়ে বলেন, আর্জেন্টিনার অসাধারণ অনেক খেলোয়াড় আছেন। আপনি কোন ধরনের খেলোয়াড় চান, সেই অনুযায়ী অনেক মানসম্পন্ন খেলোয়াড়ই বেছে নিতে পারবেন। প্রতিটি পজিশনেই বৈচিত্র্য এনে দেওয়ার মতো অনেক খেলোয়াড় আছে, আর এটাই আপনাকে আশা দেখাবে।

রুইয়ির আরও বলেন, আর্জেন্টিনার প্রত্যেক খেলোয়াড়ের জন্য আর্জেন্টিনা দলই অন্য সবকিছুর চেয়ে আগে। আমরা এখন একটা বিশ্বকাপের বছরে আছি আর এ বছরে আমরা সবাই কাজ করব, যাতে সেখানে (বিশ্বকাপে) থাকতে পারি।

সবশেষ ১৯৮৬ সালে ফিফা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। এরপর আর শিরোপা ছুয়ে দেখতে পারেনি দলটি। ২৮ বছরের শিরোপা খরা এবার ঘোচাতে চান লিওনেল মেসিরা।

এ ব্যাপারে রুইয়ির বলেন, আর্জেন্টিনার সবারই যেন মনে হচ্ছে, এবারের বিশ্বকাপে কিছু হলেও হতে পারে। কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে, এটাও একটা আলাদা প্রেরণা জোগায়। তবে এটাকেও যা ছাপিয়ে যায় তা হলো গত কিছুদিনে জাতীয় দলের খেলায় প্রাণের ছোঁয়া, যেটির মধ্যে হয়তো আর্জেন্টিনার মানুষ নিজেদের খুঁজে পায়। দলটাই এমন যে এটি আপনাকে দলটাকে সমর্থন দিতে, অনুসরণ করতে, অনুপ্রেরণা জোগাতে বাধ্য করে। এমনকি অনেকে হয়তো ধারদেনা করেও কাতারে জাতীয় দলকে দেখতে যাবে।