স্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচ জুড়েই লড়াই হয়েছে বেশ। লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা আর্সেনালকে এক বিন্দুও ছাড় দেয়নি অ্যাস্টন ভিলা। উল্টো ৬১ মিনিট পর্যন্ত ২-১ গোলের লিড ধরে রেখেছিল কৌতিনহো-ওয়াটকিন্সরা। ওলেক্সান্ডার জিনচেংকোর গোলে লিড হারালেও পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করার সুযোগ ছিল স্বাগতিকদের। তবে এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে সেই সুযোগও হারাল দলটি।
ভিলা পার্কে শনিবার অতিরিক্ত সময়ের দুই গোলে অ্যাস্টন ভিলাকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে শীর্ষস্থান আবার ফিরে পেলো মিকেল আর্তেতার শিষ্যরা। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিচে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
পাঁচ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় ভিলা। বুকায়ো সাকার গোলে সমতা ফেরায় আর্সেনাল। আধঘণ্টা যেতে ফিলিপ্পে কৌতিনিয়ো আবার স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর এক ঘণ্টার মাথায় ওলেক্সান্দার জিনচেঙ্কোর গোলে আর্সেনাল স্কোর ২-২ করে। শেষ মুহূর্তে জর্জিনহোর শট ক্রসবারে লেগে ফিরে এসে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের মাথায় লেগে আত্মঘাতী গোল, তাতে জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।
ওখানেই শেষ নয়, একেবারে শেষ মুহূর্তে কর্নার কিক পায় ভিলা। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আর্সেনালের বক্সে আসেন মার্তিনেজ। বল বিপদমুক্ত হলে কাউন্টার অ্যাটাকে যায় আর্সেনাল। অ্যাস্টন ভিলার গোল পোস্ট তখন ফাঁকা! অনায়াসেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি।