স্বপন কুমার সিকদার : ‘রবি’-র কিরণে বিশেষভাবে মহিমান্বিত ২৫-শে বৈশাখ। ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোয় এক সম্ভ্রান্ত পরিপারে জন্ম গ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। উনার গান, কবিতা, বাণী মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে। তিনি ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের অবিচার ও অসংগতি তুলে ধরেছেন। প্রকাশ করেছেন সমাজের প্রতি গভীর ভালোবাসা ও অনুভ‚তি। প্রেম ভালোবাসার সাথে আধ্যাত্মিকতাকেও একই সুতায় গেঁথেছেন তিনি। তিনি মনে করতেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। তাঁর লেখা জঙ্গিবাদ, উগ্রতা, শ্রেণিবৈষম্য, জাতিতে জাতিতে ও ধর্মে ধর্মে হানাহানির সংকীর্ণতাকে এক পাশে রেখে মানবজাতিকে আলোর পথ দেখায়। কামনা করি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আবারও নতুন করে প্রতিটি পাঠকের হৃদয়ে, চিন্তার জগতে আধুনিকতার উন্মেষ ঘটাক। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পথের অভিসারী হয়ে ওঠার প্রেরণা যুগিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চির জাগ্রত থাকুক আমাদের হৃদয়ে। ‘একদিন শত বর্ষ আগে’ রবীন্দ্রনাথের গান, কবিতা ইত্যাদি মানুষের মনে যে আবেদন সৃষ্টি করেছিল,‘আজি হতে শত বর্ষ পরে’-ও তথা যুগ যুগ ধরে একই আবেদন সৃষ্টি করে যাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কবিগুরুর কয়েকটি গান ও কবিতা বা লিখা থেকে কিছু উদ্ধৃতি দিয়ে উনার মত এক মহীরুহকে প্রকাশ করার চেষ্টা, আমার মতে, সম্ভব নয়।
তবুও সদাশয় বা উদার দৃষ্টিভংগি কামনা করে উনার ১৬২-তম জন্মজয়ন্তী উপলক্ষে কিছু উদ্ধৃতি সন্মানিত পাঠকবৃন্দের উদ্দেশ্যে তুলে ধরা হলো।
“প্রেমের বসন পরতে হবে, সন্ধ্যাবনের কুসুম তুলে, গাঁথতে হবে হার।
ওরে আয় সময় নেই যে আর”
-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি)
“অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর কর হে।”
-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি)
“বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক, এক হউক, এক হউক”
– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
“হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন, সূর্যের মতন।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।”
– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
“জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে।
তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা- ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে”
– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তীতে উনার প্রতি রইল অসীম শ্রদ্ধা। সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।