অনলাইন ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনও গ্রহাণুই সব সময় আলোচনার বিষয় হয়ে থাকে। পৃথিবীর কাছাকাছি আসা সমস্ত গ্রহাণুই যে সংঘর্ষের সম্ভাবনা নিয়ে আসে, তা একেবারেই নয়। তবে এমন একটি গ্রহাণুর কথা মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, যার কারণে পৃথিবীর অনেকাংশে ক্ষতি হতে পারে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।
সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) এর জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, আগামী দিনে পৃথিবীতে এক বিশাল গ্রহাণু আছড়ে পড়বে। না কয়েক বছরের কোনও হিসেব করা হচ্ছে না। বরং হাতে আর মাত্র দুই দিন। নাসা জানিয়েছে যে, পাঁচটি গ্রহাণু পৃথিবীর সংস্পর্শে আসবে এবং দু’টি সবচেয়ে কাছে আসছে, যা ধাক্কা খেতে পারে পৃথিবীর সঙ্গে।
নাসার অ্যাসটেরয়েড ওয়াচ ড্যাশবোর্ড (NASA’s Asteroid Watch dashboard) বিশেষভাবে গ্রহাণু এবং ধূমকেতুগুলিকে ট্র্যাক করে, যা পৃথিবীর অপেক্ষাকৃত কাছাকাছি আসে বা আসার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে নাসা বিপজ্জনক যেকোনও গ্রহাণু সম্পর্কে আগাম তথ্য দেয়। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই পাঁচটি গ্রহাণু। তাহলে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? আর কোন গ্রহাণু কত কাছে আসবে? সব কিছুর উত্তর পেয়ে যাবেন।
এই পাঁচটি গ্রহাণু কী-কী?
গ্রহাণু 2023 FU6 (Asteroid 2023 FU6): এটি একটি ছোট ৪৫-ফুট গ্রহাণু। যা পৃথিবীর ১,৮৭০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে।
গ্রহাণু 2023 FS11 (Asteroid 2023 FS11): ৮২-ফুট গ্রহাণুটি ৬,৬১০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর খুব কাছ থেকে যাবে। যদিও তাতে পৃথিবীর বিরাট কোনও ক্ষতি হবে না বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।
গ্রহাণু 2023 FA7 (Asteroid 2023 FS11): আপনি জানলে অবাক হবেন, একটি বিমানের আকারের গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। ৯২ ফুটের এই গ্রহাণুটি আজ অর্থাৎ ৪ এপ্রিল ২,২৫০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে।
গ্রহাণু 2023 FQ7 (Asteroid 2023 FA7): হাতে মাত্র একটি দিন, অর্থাৎ ৫ এপ্রিল, একটি ৬৫-ফুট ঘরের আকারের গ্রহাণু ৫,৭৫০,০০০ কিমি দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে।
গ্রহাণু 2023 FZ3 (Asteroid 2023 FZ3): পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলির মধ্যে এটিই বৃহত্তম। এর আকার একটি বিমানের সমান। এটি ৬ এপ্রিল পৃথিবীতে এসে ধাক্কা খাবে বলে আশা করা হচ্ছে। গ্রহাণুটি ১৫০ ফুট চওড়া শিলা দিয়ে তৈরি, যা ৬৭,৬৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৃথিবীর দিকে আসছে।৪,১৯০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে।
তবে নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, ১৫০ ফুটের এই গ্রহাণুর দ্বারা পৃথিবীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ কখনওই কাম্য নয়, তাতে জীবকূলের উপর নেমে আসতে পারে ভয়ানক বিপদ! বিজ্ঞানীদের কথায়, এই গ্রহাণুর সঠিক গন্তব্য অনুমান করা কঠিন। তবে পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে চলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।