Home আন্তর্জাতিক বিমানবাহী রণতরী উদ্বোধন করতে যাচ্ছে ইরান!

বিমানবাহী রণতরী উদ্বোধন করতে যাচ্ছে ইরান!

অনলাইন ডেস্ক : পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশের মতো অদূর ভবিষ্যতে বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি এমন তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দেশটির নৌ-বাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনের পর আলি রেজা আরও বলেছেন, ‘ইরান যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে তা আর কোনো দেশের কাছে নেই। এই প্রথম এ ধরনের কোনো রণতরী নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ইরানি বিমানবাহী রণতরী বিমান বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করতে পারবে।

ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের এ কমান্ডার বলেন, যেকোনো ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশের নৌবাহিনী। যুদ্ধ হলে কী ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে, তা বিবেচনায় নিয়ে নানান সরঞ্জাম নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধ জাহাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করা হচ্ছে। ইরানের নির্মিত যুদ্ধ জাহাজগুলো খুবই ভালোভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের নৌ-বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ বলেও তিনি জানান।

সূত্র : প্রেস টিভি

Exit mobile version