বিনোদন ডেস্ক : তেইশ সালের শুরুতে কে কী করল তার হিসাব কষা শুরু হয়েছে। এদিক থেকে বলিউড তারকাদের মধ্যে প্রথম কে ট্রোলড হলো সেই তালিকায় হয়তো এক নাম্বারে থাকবেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
সোমবার (২ জানুয়ারি) সকালেই বলিপাড়ার তারকা দম্পতিকে দেখা গেল মুম্বাইয়ের বিমানবন্দরে। একেবারে স্টাইলিশ অবতারে। দুই তারকারই পরনে কালো জ্যাকেট। দীপিকা পরেছিলেন লেদারের কালো জ্যাকেট। রণবীরও তাই। চোখে তাদের রোদচশমা।
গাড়ি থেকে নেমে একে-অপরের হাত ধরে বিমানবন্দরে ঢুকলেন রণবীর-দীপিকা। একেবারে কুল লুক। হাতের ব্যাগ-পত্তর দিয়ে দিয়েছেন অন্য আরেকজনকে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিলেন দম্পতি। আর সেই মুহূর্তের ছবি, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে রণবীর-দীপিকা।
নিন্দুকদের মন্তব্য, ‘নিজের ব্যাগটাও কি বইতে পারেন না আপনারা? আপনাদের দু’দুটো ব্যাগ অন্য কারো হাতে দিয়ে দিব্যি চলছেন। এত্ত বড় সেলিব্রিটি হয়ে গেছেন?’ এখানেই অবশ্য় থামেননি নেটদুনিয়ার নীতি কথকেরা। কারো আবার নজর কেড়েছে রণবীর-দীপিকার বিমানবন্দরে প্রবেশের সময় হাত ধরার বিষয়টি।
এক নেটিজেনের মন্তব্য, ‘দীপিকা কি ক্যাটরিনার স্টাইল ফলো করলেন নাকি। ভিকি যেরকম সবসময়ে বউয়ের হাত ধরে চলেন। তেমনই কি তিনিও রণবীরকে তার হাত ধরে চলার নির্দেশ দিয়েছেন!’
প্রসঙ্গত, ‘বেশরম রং’ নিয়ে এমনিতেই প্রচুর বিতর্কের মুখে আছেন দীপিকা। চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে তার ‘পাঠান’ ছবিটি। এতে তার বিপরীতে আছেন শাহরুখ খান। অন্যদিকে, রণবীরের হাতে রয়েছে বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ। দক্ষিণের জনপ্রিয় পরিচালক এস শংকরের সিনেমাতেও কাজ করবেন এ বছর।