Home জাতীয় বিনামূল্যে এনআইডি পাবেন প্রবাসীরা

বিনামূল্যে এনআইডি পাবেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক : ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ফি গুনতে হবে না প্রবাসী বাংলাদেশিদের। বিনামূল্যে প্রথমবার এনআইডি পাবেন তারা। ফি নির্ধারণ সংক্রান্ত আগের অবস্থান বদল করে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর প্রতিদিনের সংবাদকে বলেন, নানা বাস্তবতার নিরিখে প্রবাসীদের ভোটার করার পর জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে কিছুটা ফি নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ইসির কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রবাসীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে কমিশনও এ বিষয়ে একমত পোষণ করেছে। ফলে বিনামূল্যে প্রথমবার জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) ও ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন বলেন, অর্থ মূল্যের ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিদের ছবিসহ এনআইডি দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা পরিবর্তন হয়েছে। কারণ বিদ্যমান আইন, বিধি ও প্রবিধির সংশ্লিষ্ট ধারা-উপধারা আলোচনা করে দেখা গেছে প্রথমবার ফি নির্ধারণ করে তাদের এনআইডি প্রদান সমীচীন হবে না। কারণ বাংলাদেশে অবস্থানরত প্রত্যেক নাগরিক কাগজে মুদ্রিত লেমিনেটেড এনআইডি এবং আধুনিক প্রযুক্তি সংবলিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমবার পেতে কোনো ফি দেননি। অথচ যারা প্রবাসে থেকে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন তাদের কাছ থেকে বিনামূল্যের এই সেবাটির জন্য ফি নেওয়া বাঞ্ছনীয় হবে না। তাই কমিশন, ইসি সচিবালয়ের সচিব এবং এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বিষয়টি যৌক্তিক বিবেচনায় সিদ্ধান্ত বদলেছেন।

এনআইডি অনুবিভাগের ডিজি ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘সুনামের সঙ্গে বিদেশে কাজ করার মাধ্যমে প্রবাসীরা আমাদের দেশের সুনাম বাড়াচ্ছেন। একইভাবে, রেমিট্যান্স পাঠিয়ে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে ভূমিকা রাখছেন। নানাদিক বিবেচনা করে তাদের প্রথমবার এনআইডি প্রদানে কোনো ফি দিতে হবে না, কমিশন সভায় এটা সিদ্ধান্ত হয়েছে।’ তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এত দিনে অনেক রাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা স্মার্টকার্ড পেয়ে যেতেন। কারণ আমরা চাচ্ছি, মালয়েশিয়া, আবুধাবি ও আরব-আমিরাতসহ বিভিন্ন দেশে ইসির টিম পাঠিয়ে তাদের ভোটার করতে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই তাদের ভোটার কার্যক্রম শুরু করা হবে।’

ইসি ও এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, প্রবাসীদের স্মার্ট এনআইডি দিতে মার্কিন ডলারে ফি নেওয়ার পরিকল্পনা করেছিল ইসি। গত ২৮ সেপ্টেম্বর কমিশনের ৭১তম সভায় এ সিদ্ধান্ত হয়েছিল।

ফি নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছিল, প্রবাসে বাংলাদেশি নাগরিকদের স্মার্টকার্ড পেতে ৩০ মার্কিন ডলার ফি গুনতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধনে ৩০ থেকে ৫০ ডলার ফি, একইভাবে ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড তোলা এবং ১৫ বছর পর কার্ড নবায়নেও বিভিন্ন অঙ্কের ফি নির্ধারণ ছিল।

Exit mobile version