অনলাইন ডেস্ক : বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আজ সোমবার ফের ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলা হলেও নতুন করে বলা হয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইএমএসসি জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার তবে পূর্বে বলা হয়েছিল ১০ কিলোমিটার। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন নতুন ভূমিকম্পে কিছু ভবন ধসে পড়েছে।
পরবর্তীতে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৯ জন। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
এর আগে দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে আজ সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি এক বিবৃতিতে জানিয়েছে, এতে হাজার হাজার ভবন ধসে গেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ভূমিকম্পের পর ৯ হাজার ১৩৬ টি আফটারশক হয়েছে।
ভূমিকম্পে ভবনধসের ঘটনায় দেশটিতে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত শনিবার দেশটির আইনমন্ত্রী বেকির বোজদাগ এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বেকির বোজদাগ বলেন, ৬১২ সন্দেহভাজনের মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়েছে। বিচারের অপেক্ষায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।