Home আইটি বিশ্ব বিদ্যুৎ সংকটের জেরে নিষিদ্ধ ক্রিপ্টো মাইনিং

বিদ্যুৎ সংকটের জেরে নিষিদ্ধ ক্রিপ্টো মাইনিং

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোতে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বৈশ্বিক বাজারে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের সূত্র খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দেশটির সরকার। ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞদের অভিযোগের জায়গা একটাই-এর মাত্রাতিরিক্ত বিদ্যুৎ খরচ। বৈশ্বিক বিদ্যুৎ সংকটের প্রভাব মোকাবিলা করতে কসোভো সরকার ক্রিপ্টো মাইনিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

বিটকয়েনের মতো ক্রিক্টোকারেন্সি মাইনিংয়ের জন্য ‘বিশেষায়িত মেশিন’ ব্যবহার করতে হয় মাইনারদের। এ কাজে শক্তিশালী কম্পিউটার প্রয়োজন যার বিদ্যুৎ খরচও বেশি। কেবল মাইনিং নয়, ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল লেনদেন নিশ্চিত করার পুরো প্রক্রিয়াটিতেই বিদ্যুৎ খরচ অনেক বেশি।

Exit mobile version