অনলাইন ডেস্ক : চীনের বিদ্যুতচালিত যানবাহনের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র অস্থায়ী আমদানি-শুল্ক আরোপের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য; এ সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। কারণ, এতে চীন-ইইউ সহযোগিতার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বৃহস্পতিবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, ইইউ’র সিদ্ধান্ত বাণিজ্যে সংরক্ষণবাদী আচরণ, যাতে বাস্তবতা উপেক্ষিত হয়েছে ও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘিত হয়েছে। এতে সংশ্লিষ্ট সকল পক্ষই কমবেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, চীন ইইউ’কে মনোযোগ দিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য শুনতে এবং নিজের ভুল আচরণ সংশোধন করতে তাগিদ দেয়।

উল্লেখ্য, ইইউ কমিশন গতকাল (বুধবার) ভর্তুকিবিরোধী তদন্তের প্রাথমিক রায়ে বলেছে, আগামী ৪ জুলাই থেকে চীন থেকে আমদানিকৃত বিদ্যুতচালিত গাড়ির ওপর ৩৮.১ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ করা হবে। হাঙ্গেরি ইইউ’র এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ভক্সওয়াগন, বিএমডাব্লিউ, মার্সিডিজ-বেঞ্জের মতো প্রধান ইউরোপীয় গাড়ি নির্মাতা কম্পানিগুলোও এর বিরোধিতা করেছে।