Home জাতীয় বিদেশি কূটনীতিকদের আর বাড়তি প্রটোকল সুবিধা দেবে না সরকার

বিদেশি কূটনীতিকদের আর বাড়তি প্রটোকল সুবিধা দেবে না সরকার

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত বিদেশি কোনো কূটনীতিককে বা হাইকমিশনারকে বাড়তি প্রটোকল সুবিধা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি জানান, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। কোনো রাষ্ট্রদূত গাড়িতে নিজ দেশের পতাকা উড়াতে পারবেন না। সব দেশের রাষ্ট্রদূতকে এক লেভেলে আনা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত এই প্রটোকল সুবিধা সুবিধা পেয়ে আসছিলেন।

Exit mobile version