অনলাইন ডেস্ক : সাইবার অপরাধীরা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের নেটওয়ার্কে গ্রাহকদের ব্যক্তিগত গোপন তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে।
শুধু ফাঁস করেই ক্ষান্ত হয়নি বরং সাইবার অপরাধীরা বেশ কয়েকজন গ্রাহকের ইমেইলে হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে, এরই সঙ্গে অর্থও চেয়েছে। গ্রাহকদের ডেটা বা তথ্য চুরির ঘটনা ঘটেছে ফ্রান্সভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন হার্ডওয়্যার ওয়ালেট ‘লেজার’ থেকে গত জুলাইয়ে।
আর সম্প্রতি সেসব তথ্য প্রকাশ হয়েছে রেইড ফোরামে, যেখানে সাইবার অপরাধীরা হ্যাক করা গুরুত্বপূর্ণ তথ্য বেচা-কেনা করে। এ এক ঘটনায় দুই লাখ ৭০ হাজারেরও বেশি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে।