বিনোদন ডেস্ক : পর্দায় এমন গল্প হয়ত আগেও দেখেছেন দর্শকরা। নায়ক নায়িকা আলাদা হয়ে গেলেন। বহু বছর পর আবারও মিল হল তাদের। কাপুর পরিবারের সদস্যদের বাস্তব জীবনও যেন চিত্রনাট্যের মতো।

৩৫ বছর পর আবারও মিল হল বলিউড তারকা কারিনা কাপুর ও কারিশ্মা কাপুরের বাবা-মা হল রণধীর কাপুর ও ববিতা কাপুর। সত্তর দশকের সফল অভিনেতা রণধীর। ববিতাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন সেসময়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রণধীর-ববিতা যে সময় সংসার পেতেছিলেন তখন বিয়েকে মূলত একটা ধর্মানুষ্ঠান বলেই দেখা হত। তখন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া— এই বিষয়গুলো খুব একটা ভাল চোখে দেখা হত না।

সেই সময় দাঁড়িয়ে ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু কখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি। কিন্তু একসঙ্গে থাকতেন না বহুবছর। কারিশ্মা-কারিনাকেও একাই বড় করেছেন তাদের মা ববিতা।

মায়ানগরী মুম্বাইয়ে গুঞ্জন রণধীর-ববিতা নাকি গত সাত মাস ধরেই একসঙ্গে রয়েছেন। এদিকে মা-বাবা আবার এক হওয়ায় খুশি দুই মেয়েই। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর এমনটাই।

আশির দশকের শেষ দিকে আরকে বাংলো থেকে বেরিয়ে আসেন ববিতা। তারা আলাদা থাকলেও কাপুর পরিবারের সব রকমের দায়িত্ব-কর্তব্য এত দিন পালন করে এসেছেন ববিতা। তারা দুজনেই আপাতত বান্দ্রার বাড়িতে নতুন ভাবে সংসার পেতেছেন।