বিনোদন ডেস্ক : এক সময় বলিউডের আলোচিত প্রেমিক-প্রেমিকা ছিলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। তাদের প্রেম, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে একে অপরকে এড়িয়ে চলার খবর বারবার শিরোনাম হয়েছে। তবে এবার যেন সেই পুরোনো সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ বছর পর এক মঞ্চে এসে হাসিমুখে কথা বললেন এবং একে অপরকে আলিঙ্গন করলেন এই দুই তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)-এর এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহিদ ও কারিনা। বহু বছর ধরে তারা কখনোই একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও সৌজন্যমূলক কথাবার্তাও হয়নি। তবে এবারের দৃশ্য ছিল একেবারে আলাদা। শাহিদ-কারিনা শুধু পাশাপাশি দাঁড়াননি, হাসিমুখে কথাও বলেছেন। সবাইকে চমকে দিয়ে তারা একে অপরকে আলিঙ্গনও করেছেন।
বলিউডপ্রেমীদের জন্য এটি ছিল আবেগঘন মুহূর্ত। বহু দর্শক আবারও ‘জব উই মেট’-এর জনপ্রিয় জুটি আদিত্য ও গীতকে একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েন। যদিও তাদের মধ্যকার কথোপকথন ঠিক কী নিয়ে হয়েছে, তা জানা যায়নি। কেউ মনে করছেন, এটি ছিল কেবল সৌজন্যমূলক আলাপচারিতা, আবার কেউ ধারণা করছেন, পুরোনো স্মৃতি কিংবা নিজেদের বর্তমান জীবন নিয়েই আলোচনা করেছেন তারা।
এক সময় শাহিদ-কারিনার প্রেম ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। ‘ফিদা’, ‘চুপ চুপকে’ এবং ‘জব উই মেট’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। বলিউডের এই সুপারহিট জুটির সম্পর্ক এতটাই গভীর ছিল যে, কারিনা নাকি শাহিদের জন্য মাছ-মাংস খাওয়া ছেড়ে নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন। এমনকি তাদের বিয়ের কথাও উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সম্পর্ক ভেঙে যায় এবং এরপর থেকে তারা একে অপরকে এড়িয়ে চলেন।
বিচ্ছেদের পর কখনোই একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে। যদিও ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় তারা কাজ করেছিলেন, তবে তাদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। এমনকি সিনেমার প্রচারেও দুজনে একসঙ্গে হাজির হননি।
তবে সময় বদলে গেছে তাই দেড় যুগের বেশ সময় পর শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখা গেল। আইফার সংবাদ সম্মেলনে তাদের হাসিমুখে কথোপকথন ও আলিঙ্গনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যদিও কেউ কেউ বলছেন, এটি নিছকই ক্যামেরার সামনে সৌজন্যমূলক আচরণ, তবে বলিউডপ্রেমীদের অনেকেই মনে করছেন, পুরোনো তিক্ততা ভুলে তারা সত্যিই পরিণত হয়েছেন।