অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার একটি ৫ তলা ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের নিচতলা ধসে পড়েছে।
সোমবার মাঝরাতে এ ঘটনা ঘটে। এতে ওই ভবনটি কিছুটা হেলে পড়েছে।
ওই ভবনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান।
স্থানীয়দের বরাত দিয়ে মো. রায়হান বলেন, আমরা জানতে পেরেছি, সোয়া ১ টা ২০ মিনিটে বিকট বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠে। সঙ্গে সঙ্গে ওই ভবনের নীচতলায় আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।