Home রাজনীতি বিএনপি ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ করে রাজনীতিতে টিকতে চায়: হানিফ

বিএনপি ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ করে রাজনীতিতে টিকতে চায়: হানিফ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে। দলটি সব সময় ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ করে রাজনীতিতে টিকে থাকতে চায়।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জনশুমারী ও গৃহগননা রিপোর্টের মোড়ক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ আরও বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। তাদের সাথে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধীতার স্লোগান তুলছে।

 

Exit mobile version