অনলাইন ডেস্ক : দশ দফা দাবিতে আগামী ১৯ থেকে ২৭ মে ঢাকা মহানগরসহ দেশে ২৮ জেলায় জন-সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার (১৩ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সমাবেশে সভাপতিত্ব করেন।
মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি আদায়ে ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জন সমাবেশ। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে (রোববার) ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে এ জনসমাবেশ পালন করা হবে।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশিডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ।