স্পোর্টস ডেস্ক : দেয়ালে পিঠ ঠেকে গেছে বার্সেলোনার। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টিকে থাকার লড়াইয়ে তাদের সামনে স্বাগতিক বায়ার্ন মিউনিখ। যাদের বিপক্ষে বার্সার সাম্প্রতিক রেকর্ড শুধুই লজ্জার। লিসবনে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি এখনও তাজা বার্সেলোনার। সেই মাঠেই কিনা দিতে হবে অগ্নিপরীক্ষা! বার্সেলোনার নতুন কোচ জাভি হার্নান্দেজ তাই বায়ার্ন ম্যাচে সেরাটা দেয়ার বিকল্প দেখছেন না। কিউলদের সাবেক এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের বুনো পারফরম্যান্স দেখাতে হবে।’
৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। তিনে থাকা বেনফিকার সংগ্রহ ৫ পয়েন্ট। তবে নিজেদের শেষ ম্যাচে ডাইনামো কিয়েভের বিপক্ষে বেনফিকা জিতলে বার্সেলোনার বিপদ। তখন বায়ার্ন মিউনিখকে হারাতেই হবে তাদের। ড্র করলেও হেড টু হেডে এগিয়ে থেকে বেনফিকা চলে যাবে পরের রাউন্ডে। বায়ার্নের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে প্রস্তুতিটা ভালো হয়নি বার্সেলোনার। শনিবার লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। জাভি বলেন, ‘বেতিসের বিপক্ষে আমার ছেলেরা যা করেছে তাতে আমি গর্বিত। এখন আমাদের বায়ার্ন মিউনিখের বিপক্ষে বুনো পারফরম্যান্স দেখাতে হবে। কারণ আমরা চ্যাম্পিয়ন্স লীগে নকআউট পর্বে উঠতে না পারার ঝুঁকিতে আছি।’
বেনফিকা হেরে গেলে বার্সেলোনা এমনিতেই শেষ ষোলোর টিকিট পাবে। তবে জাভি জয়ের বিকল্প ভাবছেন না। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণটা আমাদের হাতেই। আমাদের জয় ছাড়া আর কোনো বিকল্প নেই।’
জার্মান ডার্বিতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে বার্সা ম্যাচের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানদোস্কি পেয়েছেন জোড়া গোল। ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে প্রথম দেখাতেও দু’বার জালে বল জড়ান এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচটা বায়ার্ন জেতে ৩-০ গোলে।