অনলাইন ডেস্ক : গতরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের ফাইনালে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখের কাছে ১-০ গোলে হারে নেইমারের ফ্রান্সের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা জয়ে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে বার্য়ান। প্রতিপক্ষের কাছে হেরেও বায়ার্নকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি ব্রাজিলের সুপার স্টার পিএসজির নেইমার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল সুপারস্টার বায়ার্নকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক কাণ্ড বাঁধিয়েছেন। কারণ সেই শুভেচ্ছা ভুল দলকে জানানো হয়েছে। বার্য়ানের পরিবর্তে আরেক জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে শুভেচ্ছা জানান নেইমার। টুইটারে নেইমার লিখেন, ‘ম্যাচে হেরে যাওয়া খেলারই অংশ। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, খেলার শেষ পর্যন্ত লড়াই করেছি। সমর্থন ও ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বায়ারকেও অভিনন্দন।’
নেইমারের এই টুইট নিয়ে কমেন্টে মজার আসর বসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মজা করতে ভুলেনি বায়ার লেবারকুজেনও। মজার ছলে নেইমারকে পাল্টা টুইট করে বায়ার লেভারকুজেনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ধন্যবাদ নেইমার জুনিয়র। তবে আমরা জানি না, তুমি কেন আমাদের অভিনন্দন জানিয়েছ। আমরা এখন ফিফা গেমস খেলার ছুটিতে আছি। তবু তোমাকে ধন্যবাদ।