বকুল ভৌমিক
রাজা ছিল বাহুবলী তাই সত্তা হল বলি
নির্বোধ বিশ্বাসে উজির নাজীরকে দেয় ভান্ডার খুলি
দুর্নীতির ক্যাকটাসগুলো খেলে হোলি
গোলা ঝেড়েছে ঘরের পিঁপড়া গুলি।
প্রভু ভক্ত হনুমানদের আদল হয় ঢঙ্গে
রাজার রাজনীতি অনিয়ম অবিচার উঠে তুঙ্গে।
প্রজা হয় বিদ্রোহী তাই বিদ্রোহের ঝরে রাজার চাল গেল খসে
ষড়যন্ত্রের বানে রাজার রাজ্য গেল ভেসে।
অহমিকা আর দৌরাত্বের হয় পতন রাজা হয় খান খান
এবার যদি আসে পরিবর্তন আর সুশাসন।
উলংগ হয় আত্মতৃপ্তি, আত্মহারা প্রজা মহা উৎসবে নাচে উচ্ছ¡াসে
ভুলে যায় অস্তিত্ব, অহিংসা, ধর্মনিরপেক্ষতা, গøানী টানে
রাজ্যের জন্মের ইতিহাসে।
সংশয় রয় তাই পিছে, অতি উল্লাসের রোষানলে
রাজ্য হয় বিনষ্ট অজানা শক্তির কৌশলে।
অটোয়া