বিনোদন ডেস্ক : বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাসের পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে। পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় ওটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি। সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী।
বুধবার দুপুরে মুম্বাইয়ের রাস্তায় ঘটে এ দুর্ঘটনা। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপাারৎজিরা চিনতে পারেন গাড়িটি।
জানা গেছে, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পিছনের অংশ। তবে গাড়ির ভিতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎজি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।
তবে এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ।
তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।
সূত্রের খবর অনুসারে, ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা লাগার পর বেশ কিছুক্ষণ ভিড় জমে থাকে দুর্ঘটনাস্থলে। তারপর ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন এবং গাড়ি সরিয়ে নেওয়া হয়।