Home আন্তর্জাতিক বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিলেন বিদ্রোহীরা

বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিলেন বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছেন বিদ্রোহীরা। বুধবার (১১ ডিসেম্বর) ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সামরিক পোশাক পরা বিদ্রোহী যোদ্ধা ও তরুণরা হাফিজের সমাধি পোড়া দেখছেন। খবর বিবিসির।

যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হাফিজের সমাধিস্তম্ভে বিদ্রোহীরা আগুন দিয়েছেন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কারদাহা শহরে এ সমাধিস্তম্ভ অবস্থিত। শহরটি আলাওতি সম্প্রদায়–অধ্যুষিত। বাশার আল–আসাদ এ সম্প্রদায়ের সদস্য।

ভিডিওতে দেখা যায়, আগুন দেয়ার কারণে সমাধিস্থলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাফিজের সমাধিতে আগুন দেয়া হয়েছে এবং সেটি ধ্বংস করা হয়েছে।

হাফিজের সমাধিস্থলটি একটি পাহাড়ের ওপরে সুবিশাল উঁচু কাঠামোয় তৈরি। এটি অনেক খিলানের সমাহারে তৈরি একটি জটিল স্থাপত্য। এর বাইরের অংশ পাথরে খোদাই করে অলংকৃত করা হয়। এতে আসাদ পরিবারের আরও কয়েকজন সদস্যের সমাধি রয়েছে।

বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়েছে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের প্রায় ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আসাদের উৎখাতে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। এখন তারা দেশে সরকার গঠনের তৎপরতা শুরু করেছেন। অন্তর্বর্তী সরকারপ্রধানের নামও ঘোষণা করা হয়েছে।

Exit mobile version