হাসান জাহিদ : কথাশিল্পী হাসান জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইংরেজি সাহিত্যে, আর কানাডায় পড়াশুনা করেছেন সাংবাদিকতা ও কালচার এন্ড হেরিটেজ বিষয়ে। তিনি ইকো-কানাডা স্বীকৃত পরিবেশ বিশেষজ্ঞ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক হাসান জাহিদ ‘বালুকা বেলা’ কলামে ‘বাংলা কাগজ’ এর পাঠকের কাছে তুলে ধরবেন তাঁর প্রিয় সব বিষয়ের অনুসন্ধিৎসু ক্যানভাস।
ডাইয়েন ফসির ‘গোরিলাস ইন দ্য মিস্ট’ বইটি আমি পড়েছি। পার্বত্য গোরিলা নিয়ে তাঁর গবেষণা ও অভিযান নিয়ে এই বইটি লিখিত। ফসির গোরিলা গবেষণা নিয়ে নির্মিত চলচ্চিত্রটিও ৯০এর দশকে আমি দেখেছি।
এর আগে বালুকা বেলার একটা এপিসোডে ফসির ‘ডিজিট গোরিলা’ নিয়ে লিখেছিলাম।
ডিজিটকে ১৯৭৭ সালে চোরাশিকারিরা নির্মমভাবে হত্যা করে, যে সময়টায় ফসি বড্ড ভেঙে পড়েছিলেন এবং একা হয়ে গিয়েছিলেন। ফসি গোরিলা শিকারের বিরুদ্ধে তাঁর লড়াইয়ে সাহায্য করার জন্য অর্থ সংগ্রহে সচেষ্ট হন। এই বৃহৎ প্রাইমেটদের সংরক্ষণের গুরত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করার জন্য ডিজিট ফান্ড তৈরি করেছিলেন তিনি।
আজকের এপিসোডে আমি ডাইয়েন ফসি ও গোরিলাদের সম্পর্কে একটু ভিন্ন উপস্থাপনা করব।
এই বছরের মার্চ মাসে আমি সিদ্ধান্ত নিই যে, বৃহদাকারের বই ‘গোরিলাস ইন দ্য মিস্ট’ অনুবাদ করব। আমার পরিচিত একটা প্রকাশনা সংস্থাকে জানাই। তারা সাথে সাথে রাজি হয়ে যায়। আমি অনুবাদ কাজ শুরু করি। ফসির পূর্বকথন ও মূল বইয়ের একটা চ্যাপ্টার অনুবাদ করার পর আমি তাদের সাথে যোগাযোগ করি।
এই যোগাযোগটি গুরুত্বূপূর্ণ। কেননা, বইটি অনুবাদ করতে অনেক সময় লাগবে। এই সময়টায় প্রকাশক ও আমার মধ্যে কোনো গ্যাপ তৈরি হতে পারে। কিংবা তারা বইয়ের বৃহৎ আকার ও এর মার্কেটিং নিয়ে দোলাচলে পড়তে পারে। অথবা তারা হয়তো এমন আনকমন বই অনুবাদে আবেগপ্রবণ হয়ে সম্মতি দিয়ে থাকতে পারে। প্রথম চ্যাপ্টার অনুবাদেই আমার প্রায় মাসখানেক সময় লেগেছিল। এরকম বারোটি চ্যাপ্টারে একবছর সময় লাগতে পারে। আমি যদি দিনরাত খেটে সময় কমিয়ে আনি, তবুও অনেকটা সময় লাগবে।
আমার মন বলল, আমি তাদের সাথে যোগাযোগ করি। যা ভেবেছিলাম, তাই হলো। তারা পেছিয়ে গেল। আমি পারতপক্ষে কারুর সাথে বাদানুবাদে যাই না, বা কোনো কটু কথা বলি না। এইবার বললাম। তাদের অপেশাদার মনোবৃত্তিকে একটু ঝেড়ে দিলাম।
আপাতত অনুবাদ স্থগিত রেখেছি। কারণ আমার অনেককিছু করবার আছে। মানুষ মাত্রই কম বেশি ব্যস্ত ও জীবনসংগ্রামে লিপ্ত থাকে। সেই অর্থে আমিও ব্যস্ত, আর আমার অনেক কিছু করার আছে। আজ তাই বালুকা বেলা পর্বে ‘গোরিলাস ইন দ্য মিস্ট’-এর যে পূর্বকথন অনুবাদ করেছি, সেটা ফসির বর্ণনায় এখানে তুলে ধরলাম। তাতে ডাইয়েন ফসি ও মাউন্টেইন গোরিলা সম্পর্কে পাঠক কিছু ধারণা ও তথ্য পাবেন:
‘কুয়াশাচ্ছন্ন পর্বতমালার গোরিলাদের সাথে তাদের প্রাকৃতিক আবাসস্থলে আমি যে তেরো বছর কাটিয়েছি তার কিছু ঘটনা বর্ণনা এবং পনেরো বছরের অব্যাহত অধ্যয়নের উপাত্ত অন্তর্ভুক্ত করেছি এখানে।
পার্বত্য গোরিলা শুধুমাত্র ভিরুঙ্গা আগ্নেয়গিরির মধ্যে ছয়টি বিলুপ্ত পর্বতে বাস করে এবং এই শৃঙ্খলের দুটি সক্রিয় আগ্নেয়গিরিতে তারা ঘনঘন বিচরণ না। গোরিলা অধ্যুষিত অঞ্চলটি প্রায় পঁচিশ মাইল দীর্ঘ এবং ছয় থেকে বারো মাইল প্রস্থে পরিবর্তিত হয়। সংরক্ষণ এলাকার দুই তৃতীয়াংশ পার্ক ন্যাশনাল ডেস ভিরুঙ্গাসের জাইয়ের-এ (বর্তমানে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র নামে পরিচিত) অবস্থিত; প্রায় ৩০,০০০ একর সংরক্ষণ এলাকা রুয়ান্ডায় অবস্থিত এবং পার্ক ন্যাশনাল ডেস ভোলকানস নামে পরিচিত। পাহাড়ি গোরিলাদের আবাসস্থলের ছোটো অবশিষ্ট উত্তর-পূর্ব অংশ উগান্ডায় অবস্থিত এবং এটি কিগেজি গোরিলা অভয়ারণ্য নামে পরিচিত।
এই মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ বানর সম্পর্কে আমার গবেষণা-একটি মৃদু অথচ কলুষিত অমানবিক প্রাইমেট। মূলত সামঞ্জস্যপূর্ণ উপায়ে গোরিলারা তাদের পারিবারিক গোষ্ঠীগুলিকে সংগঠিত করে। তাদের বিভিন্ন আচরণগত নিদর্শনসমূহের কিছু জটিলতার দিক উন্মোচিত হয়েছে পর্যবেক্ষণে, যা আগে কখনও গোচরীভূত হয়নি।
১৭৫৮ সালে শ্রেণিবিভাগের প্রথম অধ্যবসায়ী ছাত্র কার্ল লিনিয়াস আনুষ্ঠানিকভাবে মানুষ, বানর এবং গোরিলার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে স্বীকৃতি দেন। তিনি তাদের সকলকে অন্তর্ভুক্ত করার জন্য এবং প্রাণিজগতে তাদের উচ্চ পদমর্যাদা নির্দেশ করার জন্য ক্রম নাম প্রাইমেটস উদ্ভাবন করেছিলেন। মানুষ এবং তিনটি বড় বানর-ওরাংওটান, শিম্পাঞ্জি এবং গোরিলা–লেজবিহীন একমাত্র প্রাইমেট এবং বেশিরভাগ প্রাইমেটের মতো, প্রতিটি হাত ও পায়ে পাঁচটি আঙুল আছে, যার মধ্যে প্রথমটি প্রায় অকার্যকরী। সমস্ত প্রাইমেটদের শরীরবৃত্তীয় ব্যবচ্ছেদের বৈশিষ্ট্য হলো দুটি স্তনবৃন্ত যা বাইনোকুলারের দৃষ্টিতে দেখা যায় সামনের দিকে হেলে আছে এবং এদের সাধারণত মোট বত্রিশটি দাঁত থাকে।
বানরের জীবাশ্মের স্বল্প রেকর্ডের কারণে, লক্ষ লক্ষ বছর ধরে পৃথক হয়ে আছে। পোঙ্গিডি (এইপস) এবং হোমিনিডি (মানবজাতি)। দুটি পরিবারের উৎপত্তি সম্পর্কে কোনও সার্বজনীন মত নেই।
তিনপ্রকার বৃহদাকার বানরের কোনোটিকেই আধুনিক মানুষ, হোমো সেপিয়েন্সের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয় না, তবে তারা একমাত্র অন্য ধরনের বিদ্যমান প্রাইমেট হিসাবে রয়ে গেছে যার সাথে মানুষ এত ঘনিষ্ঠ শারীরিক বৈশিষ্ট্যগুলি ভাগ করে নিয়েছে। তাদের কাছ থেকে আমরা আমাদের প্রাচীনতম প্রাইমেটের অনেকটা সাদৃশ্য (প্রোটোটাইপ) আচরণ সম্পর্কে অনেককিছু শিখতে পারি; এসব পর্যবেক্ষণ দ্বারা নির্ণীত হয়, জীবাশ্ম গবেষণা করে নয়। কারণ প্রাণীর হাড়, দাঁত বা কাঠামোর মতো আচরণগত দিকের তো কোনো জীবাশ্ম হয় না।
কয়েক মিলিয়ন বছর আগে শিম্পাঞ্জি এবং গোরিলা লাইন একে অপরের থেকে পৃথক হয়ে গিয়েছিল এবং ওরাংওটান লাইন তারও আগে পৃথক হয়েছিল।
অষ্টাদশ শতাব্দী জুড়ে ওরাংওটান, শিম্পাঞ্জি এবং গোরিলার মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে যথেষ্ট বিভ্রান্তি ছিল।
ওরাংওটান প্রথম একটি স্বতন্ত্র প্রজাতি হিসেব স্বীকৃত হয়েছিল-শুধুমাত্র এশিয়ায় তার প্রত্যন্ত আবাসস্থলের কারণে। ১৮৪৭ সাল পর্যন্ত, আফ্রিকার গ্যাবন নামের দেশে প্রাপ্ত একটি মাথার খুলির ভিত্তিতে গোরিলাকে শিম্পাঞ্জি থেকে পৃথক জেনাস বা জাত হিসেবে নিশ্চিত করা হয়েছিল।
ওরাংওটান এবং শিম্পাঞ্জির মধ্যে যেমন পৃথক উপপ্রজাতি রয়েছে তেমনি গোরিলারও পৃথক উপপ্রজাতি রয়েছে, যা প্রাথমিকভাবে আবাসস্থলের সাথে সম্পর্কিত অঙ্গসংস্থানগত বৈচিত্র্য। পশ্চিম আফ্রিকায় জঙ্গলে প্রায় ৯০০০ থেকে ১০,০০০ নিম্নভূমি গোরিলা বা লো-ল্যান্ড (গোরিলা গোরিলা গোরিলা) অবশিষ্ট রয়েছে (ডাইয়েন ফসি’র এই কাহিনি লেখার সময় পর্যন্ত)। এই উপপ্রজাতিটিকে সাধারণত বন্দিদশায় দেখা যায় এবং জাদুঘরের সংগ্রহে স্থাপন করা হয়। জাইয়ের, উগান্ডা এবং রুয়ান্ডার ভিরুঙ্গা আগ্নেয়গিরির মধ্যে প্রায় ১০০০ মাইল পূর্বে আমার অধ্যয়নের আওতাভুক্ত বিষয়গুলির মধ্যে শেষ বেঁচে থাকা পর্বত গোরিলা (গোরিলা গোরিলা বেরিংজি) বাস করে। জঙ্গলে মাত্র ২৪০টি পাহাড়ি গোরিলা অবশিষ্ট রয়েছে। কাউকে বন্দিদশায় পাওয়া যায়নি। তৃতীয় উপপ্রজাতিটি পূর্ব নিম্নভূমি গোরিলা নামে পরিচিত (গোরিলা গোরিলা গ্রেউরেরি)
বন্য অঞ্চলে কেবল প্রায় ৪০০০ গ্রেউরেরি অবশিষ্ট রয়েছে, প্রধানত পূর্ব জাইয়ের-এ, এবং এদের দুই ডজনেরও কম বন্দি অবস্থায় বাস করে।
নিম্নভূমি এবং পর্বত গোরিলার মধ্যে প্রায় উনত্রিশটি অঙ্গসংস্থানগত পার্থক্য রয়েছে, যা উচ্চতার বৈচিত্র্যের সাথে সম্পর্কিত অভিযোজন। পর্বত গোরিলা, যারা আরও স্থলজ তবে গোরিলাদের পরিসরে সর্বোচ্চ উচ্চতায় বসবাস করে, তাদের দেহের লম্বা চুল, প্রসারিত নাসারন্ধ্র, প্রশস্ত বুকের পরিধি, খুলির উপরিভাগের চারপাশের অংশ চওড়া , ছোটো বাহু, দীর্ঘ তালু এবং খাটো অথচ প্রশস্ত হাত ও পা।
বন্যঅঞ্চলে এখন প্রায় ৪০০০ গোরিলা (তিনটি উপপ্রজাতি সহ) সফল সুরক্ষিত অঞ্চলে বাস করে। বন্দি গোরিলা জনসংখ্যা প্রতিষ্ঠার প্রবক্তারা তাই এদের রক্ষায় চিড়িয়াখানায় বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানে এই সবচেয়ে বিপন্ন বানরদের সংরক্ষণের প্রচেষ্টাকে ন্যায়সঙ্গত মনে করেন। গোরিলা পরিবারগুলির দৃঢ় আত্মীয়তার বন্ধনের কারণে, একটি তরুণ গোরিলা দখল করা বা সরিয়ে নেয়ার সাথে তার পারিবারিক গোষ্ঠীর অনেকে হত্যায় জড়িয়ে পড়তে পারে এবং অবশ্যই বুনো আবাস থেকে সংগৃহীত প্রতিটি প্রাণী জীবিতভাবে তার গন্তব্যে পৌঁছুয় না স্থানান্তরিত হবার সময়।
অধিকন্তু, বন্দিদশায় জন্মের তুলনায় অরণ্য থেকে তিনগুণ বেশি গোরিলা নেয়া হয়েছে এবং বন্দিদশায় গোরিলা মৃত্যুর সংখ্যা গোরিলা জন্মের চেয়ে বেশি। আমি একমত হতে পারি না তাদের সাথে, যারা মনে করেন এদেরকে প্রাকৃতিক আবাসস্থল থেকে সরিয়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বন্দিদশায় রাখা হয় সংরক্ষণের নামে।
যে কোনো বিপন্ন প্রজাতির সংরক্ষণ অবশ্যই উদ্যান এবং অন্যান্য খেলার নামে অভয়ারণ্যগুলিতে মানুষের দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তার প্রাকৃতিক আবাসস্থল রক্ষার জন্য কঠোর উদ্যোগ নিতে হবে। এরপরে, কারাবাস সুবিধাগুলি নতুন এবং আশাব্যঞ্জক প্রোগ্রামে প্রসারিত করতে উৎসাহিত করা উচিৎ যা শুধুমাত্র তার এবং সিমেন্টের খাঁচা বানিয়ে তাতে প্রাকৃতিক পরিবেশ দিয়ে প্রদর্শনের চেয়ে অতিরিক্ত বহিরাগত প্রজাতি অর্জনের জন্য শক্তি ব্যয় করার পরিবর্তে আরও প্রাকৃতিক পরিবেশের সাথে সেসব প্রতিস্থাপন করা উচিৎ।
বন্দি গোরিলাদের আরোহণের জন্য গাছ এবং বাসা নির্মাণের জন্য খড়, শাখা বা বাঁশের মতো উপাদান সরবরাহ করা উচিৎ। খাদ্য অল্প অল্প করে সারাদিনেই দেয়া যেতে পারে। এর জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন হয়, যেমন খোসা ছাড়ানো এবং ডালপালা ছিঁড়ে ফেলা বা এমনকি ঘেরের মধ্যে বিভিন্ন স্থানে সরবরাহ করা এলোমেলোভাবে বিতরণ করা জিনিসগুলি অনুসন্ধান করা। বাইরে প্রবেশাধিকারের ব্যবস্থা করা উচিৎ; জনপ্রিয় কিছু মতামতের বিপরীতে, গোরিলারা রোদ পোহানো বা বাস্কিং ব্যাপকভাবে উপভোগ করে। বিচ্ছিন্ন গোরিলাদের জন্য প্রধান গুরুত্ববহ হলো অস্পষ্ট কুলুঙ্গি, যেখানে বন্দি প্রাণীরা কেবল মানুষের উপস্থিতি থেকে নয়, একে অপরের কাছ থেকেও নিজেদেরকে ইচ্ছেমতো সরিয়ে নিতে পারে, যা বন্যপ্রজাতির স্বভাবজ ও অভ্যাস।
যারা বন্দি গোরিলাদের যত্ন নেয়ার গুরুদায়িত্ব পালন করেন, তারা গোরিলা জনসংখ্যার মধ্যে তথাকথিত নন-ব্রিডার জাতের প্রাণী বিনিময় করা উচিৎ, যা মুক্তাঞ্চলে চড়ে বেড়ানো গোরিলাদের মধ্যে একটি সহজাত প্রক্রিয়া এবং যা প্রজনন এড়ায় এবং উৎপাদনশীলতাও উদ্দীপিত রাখে। যখনই গোরিলাগুলোর থাকার জায়গাটার উন্নতি হয়, সেই সুবিধাগুলি তাদের শারীরিক অবস্থার উন্নতি করে। যার অধীনে অনেক গোরিলা রাখা হয়, বিস্তারের সাফল্য অনুসরণ করা উচিৎ। স্বয়ংক্রিয়ভাবে নয় কিন্তু নিশ্চিতভাবে যে, গোরিলাগুলির বিচ্ছিন্ন উপনিবেশগুলির জন্য অপ্রয়োজনীয় সংখ্যক জীবাণুমুক্ত পরিবেশ প্রয়োজনের তুলনায় অবশ্যই বেশি।
প্রয়াত ড. লুই লিকি প্রায় ভবিষ্যদ্বাণী করার মতো বুঝতে পেরেছিলেন যে ১৯০২ সালে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং বর্ণিত উপপ্রজাতি পর্বত গোরিলা সম্ভবত একই শতাব্দীতে বিলুপ্তির অভিশপ্ত পথের দিকে এগিয়ে যেতে পারে। এই কারণেই ড. লিকি পর্বত গোরিলার ওপর একটি দীর্ঘমেয়াদী অধ্যয়ন করতে চেয়েছিলেন যেটা ১৯৬০ সালের মধ্যে কেবল জর্জ শ্যালার বন্যের মধ্যে এই অধ্যয়ন করেছিলেন।
ড. লিকির পরিকল্পনা সত্যিই আকস্মিক ছিল। শ্যালারের দুর্দান্ত গবেষণা এবং আমার নিজের গবেষণার শুরুর মধ্যে সাড়ে ছয়বছরে, ভিরুঙ্গা আগ্নেয়গিরির কাবারা অঞ্চলে প্রাপ্তবয়স্ক গোরিলা পুরুষদের অনুপাত ১:২.৫ থেকে ১:১.২ এ নেমে এসেছিল, জনসংখ্যার অর্ধেক হ্রাসের সাথে। উপরন্তু, পাহাড়ি গোরিলাদের সংরক্ষিত আবাসস্থলের ৪০ শতাংশ চাষের উদ্দেশ্যে বরাদ্দ করার প্রক্রিয়া চলছিল।
ভিরুঙ্গা উদ্যানের ওপর মানুষের দখলদারিত্বের চাপ গোরিলা গোষ্ঠীদেরকে তাদের আবাসের পরিসরকে ওভারল্যাপিংয়ের দিকে ঠেলে দেয় এবং গোষ্ঠীগুলির মধ্যে আগ্রাসনের উচ্চমাত্রার সম্ভাবনা সৃষ্টি করে। পাহাড়ি গোরিলাদেরকে যদি বেঁচে থাকতে এবং বিস্তার করতে দিতে হয়, তাহলে জরুরিভিত্তিতে আরও সক্রিয় সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রশ্ন আসে, এই উপলব্ধি কি অনেক দেরিতে হলো?
আফ্রিকায় মাঠপর্যায়ে গবেষণা করেছেন এমন সব গবেষকদের মধ্যে, আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান বলে মনে করি, কারণ পর্বত গোরিলার ওপর গবেষণা-অধ্যয়ন করতে সক্ষম হওয়ার সুযোগ আমি পেয়েছি। আমি গভীরভাবে আশা করি যে, আমি আমার বছরের পর বছর ধরে সংগৃহীত স্মৃতি এবং পর্যবেক্ষণের প্রতি ন্যায়বিচার করেছি যা আমি রাজকীয় বানরদের নিয়ে করা সর্বশ্রেষ্ঠ অধ্যয়ন বলে মনে করি।’