স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে স্পটিফাইয়ের চুক্তি হয়ে গেছে, এ খবর এতক্ষণে হয়তো আপনি জেনেই গেছেন। এই চুক্তির ফলে আগামী চার বছরের জন্য সার্জিও বুসকেটস-জেরার্ড পিকেদের পৃষ্ঠপোষকের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ায় বার্সেলোনা নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নামও বদলে দিচ্ছে স্পটিফাইয়ের নামে।

সুরের দুনিয়ার সঙ্গে ফুটবলের মেলবন্ধন ঘটিয়ে নতুন অভিজ্ঞতা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছে স্পটিফাই। নতুন স্টেডিয়ামে নতুন শিল্প প্রযুক্তিও নিয়ে আসা হবে বলে জানিয়েছে দুই পক্ষ। এ সবই গত দেড় দিনে ইউরোপীয় সংবাদ মাধ্যমে চর্চিত হয়েছে বহুবার।

তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত এবার এই চুক্তির ভিন্ন এক দিক নিয়ে হাজির হয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, স্পটিফাইয়ের লোগো নয়, বার্সেলোনার জার্সিতে বসতে পারে বিভিন্ন শিল্পীদের নাম। মূলত, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিল্পীদের সম্মানিত করতে বার্সেলোনার জার্সিতে তাদের নাম বা লোগো বসতে পারে বলে জানা গেছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় আছেন ইউরোপীয় থেকে শুরু করে ভারতীয় সংগীত শিল্পীরাও। শাকিরা, জাস্টিন বিবার, দ্য উইকেন্ড, ভারতের দর্শন রাভাল, জোনিতা গান্ধীসহ আরও অনেকে আছেন এই তালিকায়।

এমন চুক্তি অবশ্য ফুটবলে নতুন কিছু নয়। ২০০৩ সালে অ্যাটলেটিকো মাদ্রিদও এমন এক চুক্তি করেছিল কলাম্বিয়া পিকচার্সের সঙ্গে। দুই বছর মেয়াদি এই চুক্তিতে তাদের শার্ট ব্যবহৃত হতো বিভিন্ন সিনেমার প্রচারের জন্য। যে কারণে ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত স্পাইডারম্যান ২, পিটার প্যান, অ্যানাকন্ডাসহ বেশ কিছু বিখ্যাত সিনেমার প্রচারে ব্যবহৃত হয়েছিল অ্যাটলেটিকোর পোশাক।

তবে ২০০৩ সালের অ্যাটলেটিকো মাদ্রিদের সেই চুক্তির চেয়ে এবারের বার্সেলোনার চুক্তি বেশি সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। এতে বার্সেলোনার ভক্তসমাজে সুরের জগতের তারকাদের পরিচিতি যেমন বাড়বে, তেমনি সুরের জগতেও বার্সেলোনার নাম ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।