অনলাইন ডেস্ক : শিরোপার লড়াইয়ে আগেই খানিকটা পিছিয়ে গেছে বার্সেলোনা। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের বর্তমান পয়েন্ট ব্যবধান মাত্র এক। তবে রিয়ালের চেয়ে আবার এক ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। ৩৪ ম্যাচ খেলা জিদান শিষ্যদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। আর এক ম্যাচ বেশি খেলে মেসি–সুয়ারেজদের ঝুলিতে জমা ৭৬ পয়েন্ট। এসপানিওলের বিপক্ষে হারলেই শিরোপা দৌড়ে পিছিয়ে যেতে স্প্যানিশ জায়ান্টরা। আজ এসপানিওলের বিপক্ষে সুয়ারেজের একমাত্র গোলে শেষ পর্যন্ত জয় পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে এ জয়েই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা।
আজ ক্যাম্প ন্যুতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা এসপানিওলের বিপক্ষে হেসেখেলেই জেতার কথা বার্সেলোনা। তবে মেসি–সুয়ারেজ–গ্রিজমানদের গোল উৎসব করতে দেয়নি এসপানিওল রক্ষণ। প্রথমার্ধে একের পর এক গোল মিস আর রক্ষণের দুর্বলতা ফুটে ওঠে বার্সেলোনার খেলায়। গোলের সুযোগ পেয়েও হাতছাড়া হওয়া প্রথমার্ধ গোলশূন্য রেখেই খেলা শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দশেকের মাথায় গোলের দেখা পায় স্বাগতিকেরা। ৫৬ মিনিটে গ্রিজমানের ব্যাকহিলে মেসির নেওয়া শট আটকে গেলে বল পায় সুয়ারেজ। সুয়ারেজ অবশ্য ঠিকানামতো বল পাঠাতে ভুল করেননি। এর আগে বার্সেলোনার আংসু ফাতি আর এসপানিওলের পল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লো দশ জনের দলে পরিণত হয় দুই দলই। সুূয়ারেজের গোলের পর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ পান মেসি। তবে তাকে রুখে দেয় অতিথিদের গোলরক্ষক। এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার এটি শততম জয়।