স্পোর্টস ডেস্ক : চিকিৎসকের মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে স্থগিত হয়েছিল বার্সেলোনার ম্যাচ। সেই ম্যাচটি হয়ে গেল গতকাল বৃহস্পতিবার রাতে। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানেই জিতল বার্সা। তাতে নেওয়া হয়ে গেল প্রতিশোধও। তাদের বিপক্ষে প্রথম লেগে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা।
এই জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করল বার্সেলোনা। ২৮ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ, ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ওসাসুনা।
এদিন বার্সার হয়ে প্রথম গোলটি দেন ফেরান তোরেস। ১১তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের দুর্দান্ত পাসে ক্রস করেন আলেহান্দ্রো বালদে। পরে ছুটে গিয়ে গোল আদায় করেন তোরেস। কাতালানদের হয়ে দ্বিতীয় গোলটি দেন দানি ওলমো। পেনাল্টি পেয়ে ডান দিকে শট দিয়েছিলেন তিনি। তবে ওসাসুনার গোলরক্ষক সেটি ঠেকিয়ে দেন। কিন্তু শট নেওয়ার আগেই প্রতিপক্ষের এক ফুটবলার ডি বক্সে ঢুকে পড়ায় আবার শট নেওয়ার সুযোগ দেওয়া হয় স্প্যানিশ এই খেলোয়াড়কে। এবার আর ভুল করেননি তিনি।
যদিও গোল করে ২৭তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওলমোকে। তার পরিবর্তে মাঠে নামেন ফের্মিন লোপেস। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের অনেকটা সময়ও গোলহীন ছিল দুই দল।
ওসাসুনার জালে বার্সা তার তৃতীয় গোল দেয় দলীয় ৭৭তম মিনিটে। লোপেসের দারুণ ক্রডে অসাধারণ এক হেডে দলের ব্যবধান ৩-০ করেন পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি। চলতি আসরে এটি বার্সেলোনা ফরোয়োর্ডের ২৩তম গোল।