দেলওয়ার এলাহী : এনামুল কবির হাওয়াইয়ান গিটারে বাংলাদেশের একজন কিংবদন্তিতুল্য সুরের সাধক। তিনি এখন টরন্টোয় অবস্থান করছেন। এনামুল কবিরের কন্যা নাহিদ কবির কাকলি রবীন্দ্রসঙ্গীত-এর একজন নন্দিত শিল্পী।
পিতা-কন্যার সুরের যাদু দিয়ে শ্রোতাদর্শকদের মুগ্ধ করতে আয়োজন করা হয়েছে একটি সুরের বন্ধন শিরোনাম দিয়ে অনুষ্ঠানের। টরন্টোর সংস্কৃতি বান্ধব বিপুল সংখ্যক শ্রোতাদর্শকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য অশীতিপর চিরতরুণ এনামুল কবিরের পরিবেশনা উপভোগের সাথে সাথে এই শিল্পীর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের সুযোগকে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করবো বলে আমাদের এই শহরের বন্ধুদের প্রতি অনুরোধ করছি।

এনামুল কবির বাংলা গানের স্বর্ণালি যুগের গান থেকে গিটারে সুর বাজিয়ে শোনাবেন। কন্যা কাকলির সঙ্গে দ্বৈতকণ্ঠে গান পরিবেশনও করবেন। কাকলি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি রজনীকান্ত ও অতুলপ্রসাদ থেকেও নির্বাচিত গান পরিবেশন করবেন।

আসুন, আরেকটি সন্ধ্যাকে আমরা সুরে সুরে স্মরণীয় করে রাখি।
তারিখ : সেপ্টেম্বর ৩০, ২০২৩ শনিবার
সময় : সন্ধ্যা ৭টা
স্থান : টরন্টো দুর্গাবাড়ি
ঠিকানা : ৪৩৩ বার্চমাউন্ট রোড, টরন্টো