অনলাইন ডেস্ক : ছেলেকে নিয়ে গাড়ি চুরি করেন বাবা। পরে সেই গাড়ি নিয়ে পালানোর সময় পুলিশের সামনে পড়লে পুলিশ তাদের থামতে বলে। কিন্তু পুলিশের কথায় সাড়া না দিয়ে গাড়ি নিয়ে পালাতে গেলে পুলিশ গুলি চালায়। এতে তার ছেলেটি মারা যায়। ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের রাজ্য খুজিস্তানে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এবিসি নিউজের।

ইরান পুলিশের ওয়েবসাইটের বরাদ দিয়ে সুস্থার রাজ্যের পুলিশ প্রধান রুহুল্লাহ বিগডিলি বলেন, গাড়িটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তারা তাকে থামতে বলে। কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চালালে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ আরও জানায়, তাকে গুলি করার আগে সতর্ক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সে মাদক এবং গাড়ি চুরির সঙ্গে আগে থেকেই জড়িত।

ইরানের জামারান নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, নিহত শিশুটির বয়স ৯ বছর। তার নাম মোর্তেজা ডেলফ জারেগনি। তাদের গুলি করার আগে পুলিশ কোনো সতর্কবার্তা দেয়নি বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

মোর্তেজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। এ ঘটনায় ইরানের অনেক মানুষ শোক প্রকাশ করেছে।

গত বছরের নভেম্বরে এক মা অভিযোগ করেন নিরাপত্তা বাহিনী ৯বছর বয়সী তার শিশুকে গুলি করে হত্যা করে।